মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬ তম জন্মদিন উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা মহিলা আ’লীগের আয়োজনে আনন্দ র্যালী,আনন্দ উৎসব, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা মহিলা আ’লীগের উদ্যোগে আনন্দ র্যালী বের হয় র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহিলা আ’লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালী শেষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় মহিলা আ’লীগের সদস্য ও বকশীগঞ্জ উপজেলা মহিলা আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শাহিনা বেগম, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক শিউলি আক্তার, পৌর মহিলা আ’লীগের সভাপতি নাদিরা বেগম হীরা, পৌর মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন খানন,বকশীগঞ্জ সদর ইউনিয়ন মহিলা আ’লীগের সভাপতি নুরেজা বেগম,
সাধারণ সম্পাদক মাসুমা, মেরুরচর ইউনিয়ন মহিলা আ’লীগের সভাপতি সেফালি বেগম, সাধুরপাড়া ইউনিয়ন মহিলা আ’লীগের সভাপতি ধুলিফুল, বাট্টাজোড় ইউনিয়ন মহিলা আ’লীগের সভাপতি জোসনা বেগম, সাধারণ সম্পাদক লাইলি বেগম, পৌর মহিলা আ’লীগের ওর্যাডের সভাপতি হাবিবা পারভিন মিনু সরকার, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন নাহার প্রমূখ।