মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা
মেহেরপুর প্রতিনিধিঃ“তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাহবুবুল হক,গাংনী উপজেলা আইসিটি অফিসার মোঃ আব্দুর রকিব,আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু,সরকারি কর্মকর্তা,সাংবাদিক,উদ্যোক্তাগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।