অদ্য ২৮.০৯.২২ ইং তারিখ রোজঃ বুধবার সকাল ১০. ০০ ঘটিকায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৫নং মাদারীপুর পল্লীসমাজে ১০ জন কিশোর ও ৮ জন কিশোরীদের নিয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা নির্মূলে পুরুষ ও কিশোর কিশোরীদের ইতিবাচক আচরণে উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত প্রশিক্ষণে ইতিবাচক পুরুষালী আচরণ সম্পর্কে জেনে নিজেদের আচরণ পরিবর্তন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার,জেন্ডারের মৌলিক ধারণা ও জেন্ডার বৈষম্য জানা, বাল্যবিয়ে মুক্ত পরিবার ও সমাজ গঠন, আইন সহায়তা বিস্তারীত আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণ টি পরিচালনা করেন মোঃ শরিফুল আলম (ডেপুটি ম্যানেজার), ও সার্বিক সহযোগীতা করেন মোসাঃ আফরোজা আইরিন (অফিসার সেলপ নওগাঁ) ও সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন শ্রী বুলবুলি রানী।