বেরোবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদ্‌যাপন

বেরোবি প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
বেরোবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদ্‌যাপন
17.6kভিজিটর

বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ (২৮ সেপ্টেম্বর)। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা দম্পতির জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা নবপর্যায়ের বাংলাদেশের ইতিহাসের নির্মাতা।
এ উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় আনন্দ মিছিল শেষে ১২ টায় কেক কাটা ও ১২ঃ৩০ মিনিটে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন।
প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিনে উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি দিয়েছন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ । কর্মসূচির মধ্যে দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠান এবং সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ।এছাড়াও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পোমেল বড়ুয়া ও শামীম মাহফুজ । এ ছাড়াও ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছেন এবং বিশ্বের কাছে বাংলাদেশকে যেভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা দিচ্ছেন; এমন প্রধানমন্ত্রীর জন্য আমি সবার কাছে দোয়া চাই সৃষ্টিকর্তা যেন তাকে দীর্ঘায়ু করেন।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাধারণত সম্পাদক বলেন, শেখ হাসিনা মানেই বাংলাদেশের উন্নয়ন। শেখ হাসিনা মানেই মানুষের আস্থা।বাংলাদেশের উন্নয়নের রূপকার, গণতন্ত্রের নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ম শেখ হাসিনা মাদার অব হিউম্যানিটির আজ জন্মদিন।আমরা জাতি হিসেবে গর্বিত আপনার মত এমন একজন সকল বিচক্ষণ মমতাময়ী মানুষ কে রাষ্ট্রনায়ক হিসেবে পেয়েছি।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x