নীলফামারীর ডিমলা উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫-সেপ্টেম্বর) দুপুরে ডিমলা “উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল” কার্যালয়ের এর নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার (এমপি)৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল এর উপ-সহকারী প্রকৌশলী মোঃ তুহিন হাসান বিশ্বাস এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, প্রকল্প বাস্তবায়ন অফিসের ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলমসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানরা।