হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত।

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : মোঃ আবু তৈয়ব.
  • আপডেটের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত।
10.1kভিজিটর

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে হাটহাজারীতে সামাজিক-সম্প্রীতি কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা প্রশাসনেন উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সফল মন্ত্রী সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান।

এতে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির পিঠস্থান। হাজার বছর ধরে এ ভূখন্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন।সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে।”

উপজেলা সমবায় অফিসার আশীষ কুমার চৌধুরীর সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রুহুল আমিন সবুজ, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম, গড়দুয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদার, নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশীদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাটহাজারী উপজেলা আ.লীগের সভাপতি এ্যডভোকেট মোঃ আলী, উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাসন্তী পালিত, উপজেলা ইমাম সমিতির সভাপতি, হাফেজ আহমদ,পূজা উদযাপন কমিটি সভাপতি পরিমল বাবু, শ্রী শ্রী পুন্ডরিক ধামের অধ্যক্ষ শ্রী চিন্ময় প্রসাদ দাশ ব্রহ্মচারী, হাটহাজারী কওমী মাদরাসার শিক্ষক মোঃ জাহিদ হোসেন ।

উল্লেখ্য, সম্প্রীতি সমাবেশে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষকসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x