রংপুর মহানগরীর ৩০নং ওয়ার্ড পুর্বখাসবাগ, মোঃ দুলাল খানের এর ছেলে কাতার প্রবাসী মোঃ মহসীন খান তনু (২৮) এর সাথে ২০১৯ ইং সাল থেকে প্রেমের সম্পর্ক ছিলো প্রতিবেশী কলেজ শিক্ষার্থী শাহীনুর খাতুনের সাথে। গত ১ই আগষ্ট ২০২২ইং ছুটিতে আসেন তনু তারপর চলে তাদের ঘোরাঘুরি। এরই একপর্যায়ে প্রেমিক তনুর ভগ্নিপতি লিটনের কাছে শারীরিক নির্যাতিত হয় শাহিনুর খাতুন। ইতিপূর্বে ১০ ই আগষ্ট ২০২২ইং তারিখে ঐ তরুণী ছেলে পক্ষের দ্বারা শারিরীক নির্যাতনের শিকার হয়েছে বলে জানান শাহিনুর খাতুন। এমতাবস্থায় অসহায় শাহিনুর খাতুন রংপুর সদর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন ।
বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার আমরণ অনশনের এক পর্যায়ে মহসীন খান তনুর পরিবারের লোকজন শাহিনুর খাতুনকে শারিরীকভাবে নির্যাতন শুরু করে এবং নির্যাতন সহ্য করতে না পেরে শাহিনুর খাতুন বিবাদী মহসীন খান তনুর বাড়িতে রাখা হেক্সাজল খেয়ে ফেলার কারনে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অসহায় ওই কলেজ শিক্ষার্থী সাংবাদিকদের সহযোগিতা চেয়ে অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে শাহিনুর খাতুন বলেনঃআমি প্রসাশনের সহযোগীতা যাচ্ছি, আমার সাথে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠ বিচার যেনো আমি পাই।
মোঃ আবু তালেব, ক্রাইম রিপোর্টারঃ