চবিতে ধরা পড়ল ১০ ফুট লম্বা অজগর।

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : মোঃ আবু তৈয়ব।
  • আপডেটের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
4.6kভিজিটর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবারও ধরা পড়েছে প্রায় ১০ ফুট লম্বা অজগর সাপ। পরে ক্যাম্পাসের জনমানবহীন নিরাপদ স্থানে সাপটিকে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের ‘হানিফ কটেজের’ পানির পাইপ থেকে অজগরটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘কেন্দ্রীয় মসজিদের পূর্বদিকের হানিফ কটেজের পানির পাইপের ভেতর থেকে প্রায় ১০ ফুট লম্বা ওই অজগর সাপটি উদ্ধার করেন চবির প্রাণীবিদ্যা বিভাগের কয়েকজন শিক্ষার্থী। পরে এটিকে ক্যাম্পাসের গহীন নিরাপদ স্থানে অবমুক্ত করে দেওয়া হয়।

উল্লেখ্য, গত কয়েক মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ছয়টি বিশালাকৃতির অজগর ধরা পড়েছে। পরে সবগুলো সাপকেই ক্যাম্পাসের জনমানবহীন গহীন অরণ্যে ছেড়ে দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x