কুড়িগ্রাম থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লং মার্চে মতিয়ার

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
16.6kভিজিটর

কুড়িগ্রাম থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পায়ে হেঁটে লং মার্চ শুরু করেছেন নব্য রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা বাংলাদেশ আদর্শবাদী দলের (বিআইপি) চেয়ারম্যান মো. মতিয়ার রহমান।

এ বিষয়ে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে লং মার্চ শুরু করেন তিনি।

সংবাদ সম্মেলনে মতিয়ার বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও এখন পর্যন্ত দেশের মানুষ পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করতে পারেনি। এখনো মানুষকে গুম হতে হয়, বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়। মতপ্রকাশের স্বাধীনতা দিনদিন সংকোচন হচ্ছে। যে উদ্দেশ্য নিয়ে জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তা এখনো বাস্তবায়ন হয়নি।

তিনি বলেন, বর্তমানে দেশে ভোট মানে অবিশ্বাস, মারামারি, কাটাকাটি ও নির্বিচারে কিছু মানুষের প্রাণ কেড়ে নেওয়া ছাড়া কিছু না। এভাবে চলতে থাকলে দেশের মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নেবে। গণতন্ত্র শব্দটি মানুষের অন্তর থেকে চিরতরে মুছে যাবে।

মতিয়ার আরও বলেন, দেশে গণতন্ত্র ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ফিরিয়ে আনতে কুড়িগ্রাম প্রেস ক্লাব চত্বর থেকে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পায়ে হেঁটে লং মার্চ শুরু করলাম। সেখানে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবো।

এ আগে গত শনিবার (১৪ মে) কুড়িগ্রামে বাংলাদেশ আদর্শবাদী দল (বিআইপি) নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়। দলটির চেয়ারম্যান মো. মতিয়ার রহমান পেশায় পল্লিচিকিৎসক। তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা গ্রামের জমির উদ্দিনের ছেলে।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x