গাছ কাটা বাঁধা দেওয়ায় দুই পরিবারে মধ্যে কথা কাটাকাটি পরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার অভিযোগ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় টগরবন্ধ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে নৌ-কমান্ডো বীরমুক্তিযোদ্ধা হুমায়উন কবির (৭০) সহ তার পরিবারের ওপর হামলা হয়েছে অভিযোগ পাওয়া গেছে। গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার উপজেলার টগরবন্ধ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে প্রতিবেশী সরেজান মোল্যা সাথে দীর্ঘ দিন ধরে জমাজমি ও পূর্ব শত্রুতার জেরে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায় , জমিজমা সংক্রান্ত ও পূর্বের শত্রুতার জেরে ওই মুক্তিযোদ্ধার বসত ঘরের পাশে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী সারেজান মোল্যার সাথে কথা কাটাকাটির এক পর্যায় তার ( সরেজান) নেতৃত্বে নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা হুমায়উন কবির(৭০ ), তার মেয়ে তৃনা খানম (২৯)ও নাতী ইনতাজ(১২) কে লাঠি সোটা দিয়ে পিটিয়ে আহত করে। পরে প্রতিবেশীরা এসে শান্ত করে।পরে তারা আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি হয়।
এ ঘটনায় আহত মুক্তিযোদ্ধার মেয়ে তৃনা খানম বাদী হয়ে ৯ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন।এদিকে সরেজান বলেন,মুক্তিযোদ্ধার নাম ভাংগিয়ে আমার জমি জবর দখল করে খাচ্ছে। অনেকবার সালিশ হয়েছে মানে না,উপজেলা ইউএনও আবুল খায়ের স্যারের কাছেও হয়েছে।ওনার জমি অন্য দাগে জোর করে খাচ্ছে।আদালতে মামলা চলছে। আমি একবার আদালতের রায় পেয়েছি।আমার জায়গা থেকে জোর করে গাছ বিক্রি করে দিয়েছে।তাদের উপর কোন হামলা করা হয়নি।
জানতে চাইলে ওসি ওয়াহিদুজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। মামলা নং ৯ আসামীদের গ্রেফতার চেষ্টা অব্যাহত থাকবে।