গত ১১ সেপ্টেম্বর থেকে নওগাঁ তেঁতুলিয়া
বিএমসি কলেজে বাংলাদেশ স্কাউটস নওগাঁ জেলা রোভারের অর্থায়ন ও ব্যবস্থাপনায় ৩৫৬ তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।উক্ত কোর্সটি গত ১১ সেপ্টেম্বর থেকে ১৫ এ সেপ্টেম্বর পযন্ত অনুষ্ঠিত হয়েছে।নওগাঁ জেলার প্রায় ২৬ টি কলেজের প্রভাষক কোর্স এ অংশগ্রহণ করেছেন।
কোর্স এর উদ্বোধন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খালিদ মেহেদী হাসান (পিএএ, সুযোগ্য জেলা প্রশাসক,নওগাঁ ও সভাপতি নওগাঁ জেলা রোভার)
৫দিন ব্যাপি কোর্সটি সকল শিক্ষকদের কিভাবে একটি ইউনিট পরিচালনা করতে হয়,নিজের ইউনিটে ছেলে মেয়েদের কিভাবে রোভারিং শিক্ষা দিয়ে দেশ ও জাতির উন্নায়নে কাজে লাগানো যায় তার সুস্পষ্ট নির্দেশনা ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সিলেবাস অনুযায়ী সঠিক ধরনা দেওয়া হয়।যাতে করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়ে সহ ২টি ইউনিট গঠিত হয় এবং কলেজ,
উপজেলা তথা জেলা সহ দেশের সার্বিক উন্নায়নে রোভারা সম্পদে পরিণত হয়। কোর্স শেষ দিনে সকল নবাগত প্রশিক্ষাণাথীদের রোভারিং এর দীক্ষায় দীক্ষিত করা হয়।
রোভার অঞ্চল থেকে স্ব শরিলে এসে নওগাঁ জেলা রোভার তথা কোর্সটি সমৃদ্ধি করেছেন পর্যবেক্ষণ করেছেন
প্রফেসর সন্তোষ কুমার চোধুরী,সহ সভাপতি(১নং)রোভার অঞ্চল
প্রফেসর এ এইচ এম এ ছালেক,সহ সভাপতি (রোভার অঞ্চল) শিকদার রুহুল আমিন,ডিআরসি,প্রশিক্ষন।
এছাড়া ও কোর্স প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন,
মোঃ সামসুলর হক( এএলটি সিএলটি সম্পন্ন সহকারি অধ্যাপক উল্লাপাড়া বিজ্ঞান কলেজ)প্রফেসর মো:আব্দুল মজিদ (এলটি সাবেক অধ্যক্ষ,জাহাঙ্গীপুর সরকারি কলেজ),
প্রফেসর মোঃ হামিদুর হক (এলটি সাবেক অধ্যক্ষ বি এম সি মহিলা কলেজ),
প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান ( সহ সভাপতি,নওগাঁ জেলা রোভার)জনাব মোঃ মামুনূর রশিদ ( যুগ্ন সম্পাদক, নওগাঁ জেলা রোভার)
কোর্স আয়োজক প্রশিক্ষক জনাব মো.নাসিম আলম ( সম্পাদক, নওগাঁ জেলা রোভার,সহকারি অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,নওগাঁ সরকারি কলেজ,নওগাঁ)
সৈয়দ মোস্তফা কামাল (এ.এল.টি সম্পন্ন ও সহকারি অধ্যক্ষ আর্মস পুলিশ কলেজ) মুকিত জোয়ার্দার (এ.এল.টি সম্পন্ন জৈষ্ট প্রভাষক চুয়াডাঙ্গা বড়সলুয়া নিউমডেল ডিগ্রি কলেজ) প্রফেসর এ.এ.এম.আল আব্দুল্লাহ (দিনাজপুর সরকারি কলেজ)
মোছা.রেশমা পারভীন,সহকারি কমিশনার (বাংলাদেশ স্কাউটস নওগাঁ জেলা রোভার)
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার ইউনিট লিডারগণ
সব সময় সার্বিক দেখাশুনা ও পরামর্শ দিয়েছেন অধ্যক্ষ মোঃমোফাখ্খার হোসেন খান,কমিশনার,নওগাঁ জেলা রোভার
উক্ত অনুষ্ঠানে সহযোগিতা করেন মো.
মাহফুজুর রহমান (জেলা প্রতিনিধি বাংলাদেশ স্কাউটস নওগাঁ জেলা রোভার)
কাবিল হোসেন মাসুম আরো সহযোগীতায় ছিলেন,
মেঘলা পারভিন,সাবরিনা