চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এবং চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে এর নেতৃত্বে চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সেলিনা আখতার ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ সহ সমিতির নেতৃবৃন্দ এবং শিক্ষকবৃন্দের একটি বহর (১৬ সেপ্টেম্বর) টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ পৃথকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতির পিতার আত্মার মাগফেরাত কামনা করেন। তাঁরা জাতির পিতার সমাধিস্থলে মুনাজাত ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। তাঁরা যাত্রাপথে স্বপ্নের পদ্মা সেতু অবলোকন করেন এবং মুগ্ধ হন।