রাজাপুরে সাঁতার প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
6.0kভিজিটর

ঝালকাঠির রাজাপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সাঁতার প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঝালকাঠি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রাজাপুর উপজেলা পরিষদ প্রঙ্গনে রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনির উজ্জামান প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, রাজাপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জিয়া হায়দার খান, রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, রাজাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন।

উল্লেখ্য মাধ্যমিক পর্যায়ে রাজাপুর উপজেলার বিভিন্ন স্কুল থেকে ৪৫জন ছাত্র-ছাত্রী সাঁতার প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। ছেলেদের দুইটি ও মেয়েদের একটি করে মোট তিনটি গ্রুপে বিভক্ত করে প্রত্যেক গ্রুপের বুক ও চিত সাঁতারের আয়োজন করেন আয়োজক কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x