নারীদের ধ্বংসের ৮টি কারণঃ-

মোঃআবু তালেব,স্টাফ রিপোর্টারঃ-
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

নারী ধ্বংসের ৮ টি কারন নিচে তুলে ধরা হলোঃ(১.) “ধ্বংস হোক ঐসব নারী, যারা চোখের উপরের লোম ( ভ্রুপ্লাগ) উঠায় এবং অন্যকে উঠাতে সাহায্য করে।” -সহিহ বুখারী: ৪৮৮৬)

(২.) “ধ্বংস হোক তারা যারা নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে।” – (বুখারী, মিশকাত শরীফ: ৪৪২৯)

(৩.)”ধ্বংস হোক তারা, যেসব নারী সুগন্ধি মেখে বের হলো এবং অন্য কোনো পুরুষের নাকে সেটার ঘ্রাণ গেলো, ঐ নারী ব‍্যাভিচারিণী।” – (সহিহুল জামে: ৪৫৪০)

(৪.)”ধ্বংস হোক ঐসব নারী, যারা শরীরে উল্কি (ট‍্যটু) আকেঁ এবং অন্যকেও এঁকে দেয়।” -(সহিহ মুসলিম: ২১২৫)

(৫.) “অভিশাপ তাদের জন্য যেসব নারী পরচুলা (আলগা চুল) পরিধান করে।” – (সহিহ বুখারী: ৪৮৮৬)

(৬.) “ঐসব নারী যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে।” -(সহিহ বুখারী: ৬৬৫৭)

(৭.) “ঐসব নারী যারা না জেনেই ধারণা করে অন্যের নামে মিথ্যা অপবাদ রটায়।” – (সহিহ মুসলিম: ২৫৬৩)

(৮.) “ধ্বংস ঐসব নারীদের জন্য যারা অন্যের পিছনে সমালোচনা, গিবত করতে নিজের মূল‍্যবান সময় নষ্ট করে।” -(সুনানে আবু দাউদ: ৪৮৭৪)

আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে হিদায়াত দান করুক, আমিন।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x