জামালপুর জেলার বকশীগঞ্জে উপজেলার ভোটার তালিকা হালনাগাদ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আয়োজনে সহকারি কমিশনার (ভূমি) আতাউর রাব্বীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আশিকুর রহমান সরকার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগির কবির আলমাছ,সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এইচ, এম কামরুজ্জামান সিদ্দিকী, সমন্বর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামি ২৬ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে তথ্য সংগ্রহ ও
১৯ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে ছবি তোলার কাজ।