জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলাবার (১৩ সেপ্টেম্বর) বিকালে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দত্তেররচর গ্রামের আজমীরগঞ্জ দরবার শরীফের মাদ্রাসা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বিকাল চার টার দিকে হযরত খাজা গরীবে নেওয়াজ হাফেজিয়া ও ক্যাডেট (সুন্নী) আলিয়া মাদ্রাসার ৫ম শ্রেনীর কক্ষে একটি মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে