ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটি নির্ধারিত সিডিউল মোতাবেক খোলার কথা থাকলে গত সোমবার ১১.৩০ মিনিটের সময় বন্ধ দেখা গেছে।ঐ কেন্দ্র ইনচার্জ মাফুজা মনোয়ারা (FWV) ০১৭১***৯৯৯৩ মুঠোফোনে বলেন, লোকবলের অভাবে আমি অফিস খুলতে পারি না। শনি, সোম, মঙ্গলবার খোলা থাকার কথা।
আমি ইপিআর এর কাজে বারানকুলা এলাকায় কাজ করছি। আমি তিন ইউনিয়নের দায়িত্বে আছি। মাসে দুই একবারের সিডিউল ভঙ্গ করে উপজেলার অন্য জায়গায় কাজ করি।ইউনিয়ন এর সেবা নিতে আসা ভুক্তভোগী বলেন,ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র লোকবল এর অভাবে বন্ধ থাকলে সাধারণ জনগণ সেবা পাবে কি ভাবে?স্বাস্থ্য অধিদপ্তরের কাছে জোর দাবি চলমান সেবার কার্যক্রম অব্যাহত রাখার জন্য দ্রুত কার্যকারী পদক্ষেপ গ্রহনের।