কেউ কথা রাখেনি
মমিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

চারটি বছর কেটে গেলো
কেউ কথা রাখেনি।
কথা রাখেনি ঐ কতৃপক্ষ
সাধের বিজ্ঞপ্তি আসেনি মোর দারে
চাতকের চোখে তাকিয়েছিলাম বারে বারে
কেউ রাখে নি কোন দরদ
সাহস হয়নি বলার মত মরদ।
নীরবে কেঁদে, কেঁদেছি যে কত বার
উঠে দাড়াতে গিয়ে স্লিপ খেয়েছি শতবার
বার বার শতবার হতে পারিনি আজও পার।

সে আসবে, আসবে বলে কেটে গেলো
দীর্ঘ চারটি বছর, চারটি বছর যেন চারটি যুগ
পরিক্ষা দিলাম, রেজাল্ট পেলাম
জব, হচ্ছে, এই তো নিজের পরিচয় পাচ্ছি
কিন্তু পাইনি সেই পরিচয়।
উল্টো লোকের কাছে শিখেছি কেমনে হেয় হয়,
লোকে দেখে হাসে, অট্টো হাসিতে ফাটে
জব হয়েছে মিথ্যাবাদি ছেলেটা দেখো হাটে।বলিনি কোন কথা, পেয়েছিলাম ব্যাথা
তবুও কথা রাখেনি ঐ বিজ্ঞপ্তি দাতা।

কেউ কথা রাখে নি
কথা রাখেনি ঐ প্রকৃতি
মাএ ৭ টি দিন বাকি এতেই করোনা,
লন্ডভন্ড করে দিলো জবের স্বপ্ন
করার কিছুই ছিলো না।
চেয়ে দেখেছি ,নিজের অধিকার হলো হরণ
গলায় পড়িয়ে দিয়ে পার্থিব মরণ
তবুও হেসে হেসে আমরা করেছিলাম বরণ
আজও কতৃপক্ষের হয়নি মন নরম।
চারপাশে খাচ্ছি ফ্রিতে অনেক শরম।

কেউ কথা রাখে নি,
দিনের পর দিন চলছে জীবন
চারপাশে দিনে রাতে লজ্জায় মাথা হচ্ছে গরম
খিটখিটে মেজাজ আজ মাথায় চেপেছে চরম
শরম গরমে চলছে জীবন তরী
এদিকে বয়স যাচ্ছে, যাচ্ছে ফুরী।
তবুও হয়নি বিজ্ঞপ্তির তিথি
কথা রাখেনি কেউ, চলছে কথা রাখার গীতি
অক্টোবর, কী বরের সেজে আসবে বিজ্ঞপ্তি
হবে কী সেই দীর্ঘ কথা রাখা গল্পের ইতি।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x