ফেনীর দাগনভূইয়া আবুল হাসনাত সজলকে মারধর ও হত্যার চেষ্টাসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত ফখরুল ইসলাম ফারুক (৩৮)কে গ্রেফতার করে দাগনভূইয়া থানার পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করেন আবু নাছের ভেন্ডর (৫৯)। দাগনভূঞা থানার মামলা নং ৫/১৬৯ তারিখ ৮/৯/২০২২ ধারা ৩২৩/৩২৫/৩০৭/ ৩৭৯/৪২৭/৫০৬।মামলার বিবরণে জানা যায়, ১ নং বিবাদি ফখরুল হাসান ফারুক (৩৮) ও ২ নং বিবাদি অর্নি (২১) গত ৬ সেপ্টেম্বর রাত অনুমান ১১.৪৫ ঘটিকার সময়ে বাদি আবু নাসের ও ভিকটিম আবুল হাসনাত সজলের উপর অতর্কিত হামলা করেন।
১ নং বিবাদি ভিকটিম সজলকে উপর্যুপরি আঘাত করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে দোকানের ক্যাশ হতে আনা ২১,২৭০ টাকা ও হাতে থাকা মোবাইল নষ্ট করে ফেলে। যার আনুমানিক মূল্য ৭০০০ টাকা। হামলায় আহতদের শৌর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা খুন ও জখমের হুমকি প্রদান করে চলে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় বাদীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া আসামী ফখরুল হাসান ফারুক বিভিন্ন প্রতারণার মাধ্যমে একাধিক ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা আত্নসাৎ করার অভিযোগ রয়েছে। টাকা দিয়ে ভূক্তভোগীগন সর্বসান্ত হয়ে পড়েছে বলেও জানান।
এসমস্ত বিষয়ে বিভিন্ন শালিশ দরবারসহ থানায় অভিযোগ রয়েছে ফখরুল হাসান ফারুকের বিরুদ্ধে। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. হসান ইমাম মামলার সত্যতা নিশ্চিত করে আসামী ফখরুল হাসানকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান।