বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীনসহ ব্যবস্থাপনা কমিটির অপর নেতৃবৃন্দসহ সদস্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোংলা প্রেস ক্লাব সভাপতি মনিরুল হায়দার ইকবাল’সহ বিভিন্ন অনলাইন, প্রিন্ট ওইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ কর্মী। সভায় হাসপাতাল ভবন পুনঃনির্মাণ ও ৫০ শয্যা হতে ১০০ শয্যায় উন্নীতকরণে সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও হাসপাতালের আবাসন সংকট নিরসন, পানির সমস্যা সমাধান ও অপারেশন থিয়েটার চালুর ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।