রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আজ শনিবার সকালে বিএনপি ও ছাত্রদলের অরাজনৈতিকতা, দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ।
গত বৃহস্পতিবার বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে সংঘর্ষে ওসি’সহ পুলিশ সদস্য, সাংবাদিক ও বিএনপির অর্ধশত নেতাকর্মী আহত হয়। বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। মামলায় ৫০ জনের নামসহ আরও দেড় হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার বাদি হয়েছেন থানার এসআই বুলবুল আহমেদ।
বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় বিএনপির সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মর্ণেয়া ইউনিয়নের বিএনপি সভাপতি মীর কাশেম মিঠু, আলমবিদিতর ইউনিয়নের সাকিল মিয়া, গঙ্গাচড়া সদর ইউনিয়নের মাহমুদার রহমান, বড়বিল ইউনিয়নের শফিকুল, আব্দুল কাদের, মোস্তাফিজার রহমান ও মিলন মিয়া।
মামলার তদন্তকারী কর্মকর্তা আফওয়াজুল জানান, শুক্রবার রাতে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গংগাচড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর বিক্ষোভ সমাবেশ এ উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সহসভাপতি আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ও চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এখলাছ উদ্দিন লিখন, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ , কৃষক লীগের সাধারণ সম্পাদক রজব আলীসহ প্রমুখ।