জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় আব্দুল হাই স্মৃতি ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শনিবার ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায় দিকে পৌর শহরে বাসস্ট্যন্ড এলাকায় আব্দুল হাই স্মৃতি ডায়াগনস্টিক
সেন্টারে ২য় তলায় ডেন্টাল পয়েন্টের কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরলে ডেন্টাল পয়েন্ট ভস্মীভূত হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। ডাক্তার আব্দুল হাই স্মৃতি ডায়গনিক সেন্টার এর মালিক মুস্তাকিন বিল্লাহ রনি জানান আগুনে তাঁর প্রায় ১০/১২ লক্ষ টাকার মতো ক্ষয় ক্ষতি হয়।
বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার তুহিন-উল হক জানান, খবর পেয়ে আমরা অগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে এতে করে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে তিনি জানান।