সালথায় উপ‌জেলা স্বাস্থ্য ক‌ম‌প্লেক্সে চিকিৎসা সরঞ্জাম প্রদান

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি:
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
4.0kভিজিটর

ফ‌রিদপুর জেলার সালথা উপ‌জেলা স্বাস্থ্য ক‌ম‌প্লেক্সে চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র প্রদান করা হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (৮ সে‌প্টেম্বর) সকা‌ল সা‌ড়ে ১০টায় সালথা উপ‌জেলা স্বাস্থ‌্যকে‌ন্দ্রে ক‌রোনা মোকা‌বেলায় ২০১৯-২০ অর্থ বছ‌রে আওতায় বাংলা‌দেশ সরকার ও জাইকার অর্থায়‌নে স্থানীয় সরকার মন্ত্রণাল‌য়ের কা‌রিগ‌রি সহায়তায় ১০ পিস অক্সিজেন সি‌লিন্ডার (১.৫) রেগুলার সাইজ, ৮ পিস অক্সিজেন সি‌লিন্ডার (৫.৮), ১৮ পিস পালস অ‌ক্সি‌মিটার, ১৩ পিস হস‌পিটাল বেড, ২ পিস অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হ‌য়ে‌ছে।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, সালথা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাছ‌লিমা আকতার, সালথা উপ‌জেলা ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান রুপা বেগম, সালথা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম ইফতেখার আজাদ, সালথা উপ‌জেলা জাইকা কর্মকর্তা মো: রিফাত রিয়াজ, সালথা উপ‌জেলা এলজিইডি’র উপ সহকারী প্রকৌশলী‌ মো: সাইফু‌দ্দিন প্র

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x