বোয়ালমারীতে লুডু খেলাকে কেন্দ্র করে যুবককে মারধর থানায় অভিযোগ

এস এম রুবেল ফরিদপুর প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
6.2kভিজিটর

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় লুডু খেলা কে কেন্দ্র করে রাজু মোল্লা(২০) নামের এক যুবককে মারধর করে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার (০১.০৯.২২) রাত ৮টার দিকে বোয়ালমারী থানার দাদপুর ইউনিয়নের, সুগন্ধি গ্রামে হুমায়ুনের চায়ের দোকানের সামনে এ মারধরের ঘটনা ঘটে।

এ বিষয়ে আহত যুবকের বড় ভাই ফিরোজ মোল্লা বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দাদপুর ইউনিয়নের মোস্তাফা মোল্যার ছেলে নয়ন মোল্যার ও একই গ্রামের তৈয়ব মোল্লার ছেলে রাজু মোল্লার লুডু খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় নয়ন তার বাবা ও মা নাজমা ও চাচা আলাউদ্দিন কে ডেকে এনে রাজুর মা বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে অতর্কিত হামলা চালায় গুরুত্বর আহত করে। যুবক রাজুর চিৎকারে তার বাবা তৈয়ব মোল্লা ও স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে নিয়ে যায়। ঘটনা স্থল থেকে ইকরাম মাতবর নামের একজন রাজুর পিতাকে প্রাণনাশের হুমকি দেয়।

বোয়ালমারী থানার সেকেন্ড অফিসার পুলিশের উপপরিদর্শক আক্কাস শেখ বলেন, মারধরের ঘটনায় আহত পক্ষের লোকজন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x