কাজিরহাট পশ্চিম রতনপুরে নতুন খাশেরহাট বাজারে খেয়াঘাটে একটি মাত্র দোকান আজ রাতে দোকানের টিন কেটে বাদাম, চানাচুর,সিগারেট, নগদ কিছু টাকা নিয়ে যায়।ঘটনাটি রহস্যজনক যে, দোকান ভরা মালা মাল থাকতে সব মাল না নিয়ে কিছু, কিছু, মাল নিয়ে যায়।সাধু জানায় পাশে কলাবাগানে বসে বাদাম, চানাচুর,সিগারেট, কলা সহ চোরেরা সব মাল খেয়ে আনন্দ বিলাসে পালিয়ে যায়, সেখানে প্রমান পাওয়া যায়।সাধু বলে আমি মহান আল্লারাব্বুল আলামীনের কাছে বিচার দিলাম মহান মালিক দেখবে।তবে খুব অসাহায় মানুষ এই সাধু, চায়ের দোকান দিয়ে তার সংসার চলে তেমন কিছু নেই।সাধু বলেন আমি বৃদ্ধা মানুষ কাজ কর্ম করতে পারিনায় তাই মানব সেবায় নিজেকে নিয়জিত করেছি।
সাধু আইন প্রসাশনের কাছে দাবি জানায় এবং সকলের সু-দৃষ্টি কামনা করে।যদি আর কোনদিন চুরি হয় চায়ের দোকানদার সাধুর সংসার চালানো অচল হয়ে যাবে।