বকশীগঞ্জে পরিবারের মাঝে মরনোত্তর বীমার চেক বিতরণ

ইয়াছির আরাফাত বকশীগঞ্জ (জামালপুর):
  • আপডেটের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
মরনোত্তর বীমার চেক বিতরণ
17.2kভিজিটর

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় ন্যাশনাল লাইফ ইন্সু্রেন্স কোং লিঃ এর পক্ষ থেকে এক ব্যাক্তির মৃত্যুতে মরনোত্তর চেক বিতরণ করা হয়েছে।বুধবার ৭ সেপ্টেম্বর দুপুরের উপজেলা বি, আর, ডি, বি হল রুমে ন্যাশনাল লাইফ ইন্সু্রেন্স কোং লিঃ জনবীমা বকশীগঞ্জ শাখার আয়োজনে। ন্যাশনাল লাইফ ইন্সু্রেন্স কোং লিঃ এর পক্ষ থেকে মরহুম ইদ্রিস আলীর মরনোত্তর বীমার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক পরিবারের মাঝে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। ন্যাশনাল লাইফ ইন্সু্রেন্স এর বকশীগঞ্জ শাখার ব্রাঞ্চ ম্যানেজার তাহমিনা আক্তার পাখির সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্সু্রেন্স এর ভাইস প্রেসিডেন্ট ময়মনসিংহ এরিয়ার সিরাজ উল – দৌলা।এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার (ওসি) (তদন্ত) ফয়সাল আহম্মেদ, বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগির কবির আলমাছ, ববশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ন্যাশনাল লাইফ ইন্সু্রেন্স এর শেরপুর জেলা কার্যালয়ের জোন প্রধান জিয়াউল হক প্রমূখ।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x