ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার নগর শাসন এবং অবকাঠামো উন্নয়ন মূলক বিভিন্ন প্রকল্পের বিষয় বস্তু নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে পৌরসভার আয়োজনে পৌর কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার মেয়র সেলিম রেজা লিপন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় নগর পরিকল্পনাকারী মোসাম্মাৎ আফসানা কামাল।পৌরসভার সচিব ইকরাম উল্লাহ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিবেশ বিশেষজ্ঞ মো. আব্দুল কাইয়ুম, নগর শাসন বিশেষজ্ঞ মো. জাহাঙ্গীর হুসাইন,
বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, পৌরসভার প্রকৌশলী মো. শাহিন আলম প্রমুখ। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন সকল ওয়ার্ডেও কাউন্সিলরসহ স্থানীয় নগরবাসী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।