বক‌শীগঞ্জে গৃহবধু‌কে গা‌ছের সা‌থে বে‌ঁধে স্বামী ভাসুরের নির্যাতনের অ‌ভি‌যোগ আটক -১

ইয়াছির আরাফাত বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি।।
  • আপডেটের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
9.0kভিজিটর

জামালপুর জেলার বক‌শীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে মা‌লিরচর জিগাতলা গ্রামে গৃহবধূ‌কে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরের গৃহবধূ মাহমুদা (৩০) তার বাপের বাড়ী থেকে সন্তানকে নিয়ে স্বামীর বাড়ীতে এলে তাকে গালিগালাজ করা হয়। এরপর তাকে ঘর থেকে টেনে-হেঁচড়ে বের করে বাড়ীর উঠানে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

মাহমুদা বলেন, আমার স্বামী আসাদুল, ভাসুর এরশাদ, সায়ুম ঘর থেকে আমাকে টেনে-হেঁচড়ে গাছের সঙ্গে বাঁধে এবং আমার ভাসুরের স্ত্রী শীলা ও জাহিদা আমাকে মেরে ফেলার হুমকি দেয়।

ভুক্তভোগীর স্বামী আসাদুলকে পাওয়া না গেলে তার ভাই বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগির কবির আলমাছকে ঘটনাস্থলে পাওয়া যায়। তিনি বলেন, গত ২৩ আগস্ট তাকে তালাক দেয় আমার ভাই। কিন্তু তারা তালাকের কাগজ না নিয়ে আমার ভায়ের বাড়ীতে এসে আত্মহত্যার চেষ্টা করে। এরপর বাড়ীর লোকজন তাকে গাছের সঙ্গে বেঁধে রাখে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আবু শরিফ বলেন, খবর পেয়ে আমরা ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদের জন্য ভাসুরের স্ত্রীকে আটক করা হয়েছে। বাদীর অভিযোগের প্রেক্ষিতে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x