শিরোনাম:
ঝালকাঠিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আলোচনা সভার মধ্য দিয়ে পালন সিরাজগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলেরপ্রস্তুুতি সভা অনুষ্ঠিত মেলান্দহ প্রশাসনের একাধিক সভা অনুষ্ঠিত আমেরিকা ভিসি নীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই: স্বরাষ্ট্র মন্ত্রী সাজা হয়েছিলো তিন মাসের পলাতক ছিলেন ৪০ বছর। তিন মাস ধরে পুকুরে মাঁচা বানাইয়া থাকি, কেউ কোথায়ও থাকতে দেয়না। ঝালকাঠিতে ময়লা আবর্জনায় সৃষ্টি হচ্ছে ডেঙ্গু মশার আবাসস্থল! যশোরে ভিলেজ সুপার মার্কেটে কাঁচা বাজার উদ্বোধন। ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত। নলছিটিতে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় ব্যবসায়ীকে জরিমানা।

গত বছরের ন্যায় এবার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চার জন ক্যাডেট আন্ডার অফিসার ।

মাসুদ রানাঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • আপডেটের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
3.4kভিজিটর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেনা শাখা থেকে চার জন ক্যাডেট সার্জেন্ট বিএনসিসির সর্বোচ্চ র‍্যাঙ্ক ক্যাডেট আন্ডার অফিসার হিসেবে মনোনীত হয়েছে। আগস্ট মাসের ০৮ তারিখ কর্ণফুলী রেজিমেন্টের সদর দপ্তরে ক্যাডেট সার্জেন্ট থেকে ক্যাডেট আন্ডার অফিসার পদে মনোনয়নের উদ্দেশ্যে এক পরীক্ষার আয়োজন করা হয়। উক্ত পরীক্ষায় ৬০% বিএনসিসি ও সামরিক বিজ্ঞান সম্পর্কে এবং ৪০% ড্রিল সহ মোট ১০০ মার্কের পরীক্ষা হয়। পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেনা শাখার চারজন ক্যাডেট সার্জেন্ট অংশগ্রহণ করেন।

উক্ত পরীক্ষায় সর্বোচ্চ নম্বার পেয়ে প্রথম হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের জোবায়ের আবেদিন মাহিম। এছাড়াও ২য়, ৩য়, ৪র্থ স্থান অর্জন করে ক্যাডেট আন্ডার অফিসার পদে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি & ইনভারমেন্টাল সাইন্স বিভাগের মোঃ আল ইমরান, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ফাবিহা হক প্রমি ও ফাতেমা তুন নূর প্রিয়াংকা। গত পহেলা সেপ্টেম্বর কর্ণফুলী রেজিমেন্টের সদর দপ্তরে ক্যাডেট নব্য ক্যাডেট আন্ডার অফিসারদের র‍্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেয়া হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল রাশেদ মোঃ আনিসুল হক, ব্যাটালিয়ন এডজুটেন্ট মেজর শরীফুজ্জামান সহ আরো সামরিক বেসামরিক কর্মকর্তাগণ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নতুন ক্যাডেট আন্ডার অফিসারদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x