সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন, এই শ্রোগানকে সামনে রেখে ৩ রা সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় অবস্থিত গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মেডিটেশন সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী অত্র বিদ্যালয়ের সভাপতি খাদিজা মাহতাব, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিক উদ্দিন আহাম্মদ, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আঃ আউয়াল, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র সাহা, মুড়াপাড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ আল আমিন,
মুড়াপাড়া সরকারি পাইট মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব আলী, নবকিশালয় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজিবুল্লাহ, কাজী আঃ হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবিব, সহকারি প্রধান শিক্ষক মোঃ হাবিব,আঃ হক ভূইয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌসী আক্তার শান্তা, সহকারী শিক্ষক মিজানুর রহমান, কামসাইর ইমান ভূঁইয়া ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও সাংবাদিক মোঃ নওয়াব ভূঁইয়া, নাওড়া হাজী ইয়াদ আলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ শ্রী জগদীশ চন্দ্র,
সহকারী অধ্যক্ষ মোঃ শাকিল, এবং আরো অন্যান্য হাই স্কুলের প্রধান শিক্ষক আর্দশ স্কুলের আবুল কালাম আজাদ, জাঙ্গীর স্কুলের ফরিদ ভূইয়া, আশ্রাফ জুট মিল স্কুলের উত্তম সেন,করিম স্যার, মুড়াপাড়া স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ নাজমুল প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন মেডিটেশন অর্থ হলো ধ্যান বা মোরাকাবা। ধ্যান বা মোরাকাবা আমাদের নবী মোহাম্মদ (সঃ) ও অন্যান্য ধর্মের গুরুরাও করেছেন। আমরা যে নামাজ পড়ি তাও কিন্তু ধ্যান বা মনোযোগ যার ধারা আল্লাহ তালাকে পাওযা যায়। এই মেডিটেশন বা ধ্যান করলে আমাদের শরীর ও মন ভাল থাকে। পরে আমাদের অল্প কিছুক্ষণ মেডিটেশন ট্রেনিং করিয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন।