বাগেরহাটে বেতন বৃদ্ধি’সহ ১৭ দফা দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
14.6kভিজিটর

নুন্যতম বেতন ২০ হাজার টাকা, ভারতে ল্যান্ডিং পাস নিশ্চিত, নৌপথে নাব্যতা বৃদ্ধি ও চুরি, ডাকাতি বন্ধসহ ১৭ দফা দাবীতে বাগেরহাটের মোংলায় মানববন্ধন কর্মসূচি পালন ও সমাবেশ করেছেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। শনিবার (০৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় পৌর শহরের মেরিন ড্রাইভ সড়কে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা আঞ্চলিক শাখা।

১৭ দফা দাবী আদায়ের মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন মোংলা আঞ্চলিক শাখার সহ-সভাপতি মোঃ মাইনুল হোসেন মিন্টু, সচিব বাবু হালদার, চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মোঃ কামাল মাষ্টার, যশোর নওয়াপাড়া শাখার আহবায়ক জাকির হোসেন মাষ্টার, সহ-সভাপতি আলআমিন মাষ্টার। এ সময় বক্তারা বলেন, বেতন বৃদ্ধিসহ ১৭ দফা দাবী চলতি মাসের মধ্যে মালিকপক্ষসহ সংশ্লিষ্টরা মেনে না নিলে যে কোন মুহুর্তে সারাদেশে লাইটারেজ (নৌযান) শ্রমিকদের লাগাতার কর্মবিরতি পালন শুরু করা হবে বলেও হুশিয়ারি দেন তারা।

দাবী আদায়ের এ মানববন্ধন ও সমাবেশের দেশের বিভিন্ন এলাকার লাইটারেজ শ্রমিকেরা অংশগ্রহণ করেন। এর আগে গেল মাসেও একই দাবীতে মোংলায় সমাবেশ করে বাংলাদেশ লঞ্চ লেবার এ্যাসোসিয়েশন ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x