সাইনবোর্ডে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, কমপক্ষে আহত-৩০

অতনু চৌধুরী (রাজু) ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

সাইনবোর্ডে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, কমপক্ষে আহত-৩০

বাগেরহাটের সাইনবোর্ড বাজার এলাকায় খুলনা থেকে বরিশালগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) উপজেলার সাইনবোর্ড মোড় বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই বাস ফেলে পালিয়েছে বাস চালক ও হেলপার।

পুলিশ ও স্থানীয়রা জানান, অন্তত ৩০ জন যাত্রী নিয়ে খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী (ঢাকা মেট্রো জ-১৪-১৭৩৬) বাসটি বাগেরহাটের সাইনবোর্ড মোড় বাজারের কাছে আসার আগেই বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাসকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদের পানিতে পড়ে যায়।

পরে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার কাজে অংশগ্রহণ করেন। এসময় তারা বাসে থাকা অন্তত ৩০ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। পরে তাদের সঙ্গে এসে উদ্ধার কাজে অংশগ্রহণ করেন বাগেরহাট ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা।

বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহজাহান শিকদার জানান, উপজেলার সাইনবোর্ড এলাকায় বাস উল্টো খাদে পড়ার খবর পাওয়ার পরই আমরা দুর্ঘটানস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে ২০/২৫ জনকে উদ্ধার করি। তাদের অনেকের বাড়ি খুলনা ও বাগেরহাট জেলায়। তবে তাদের আঘাত গুরুতর নয়। দুর্ঘটনার শিকার বাসের চালক ও হেলপার গুরতর আহত হয়েছে।বাগেরহাট ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x