ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের ঘোষণা করা হয়েছিল।গত পহেলা সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে হাসপাতাল রোড বিএনপি দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা ও প্রধান প্রধান সড়কে রালি কর্মসূচি দেয়া হয়েছিল।সকাল থেকে দলীয় অফিস কার্যালয়ে সামনে পুলিশ মোতায়েন করা হয়।পরে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকলে পুলিশের বাধায় সকল প্রকার দলীয় কর্মসূচি পন্ড করে দেয়!!তাৎক্ষণিক দলীয় নেতার বীরমুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফরের সাথে কথা বললে তার নির্দেশে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন আয়োজন করেন,উপজেলা বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিয়া আকরামুজ্জামান সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব হিসাবে বলেন, সকাল থেকে পুলিশ দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের ঢুকতে দেয়নি,সকল প্রকার দলীয় প্রোগ্রাম বাতিলের নির্দেশ দেন।। তিনি আরো বলেন,গত সপ্তাহখানেক হলো আমাদেরকে দলীয় প্রোগ্রামের অনুমতি দিয়েছিল। গতকাল পাচুড়িয়া ইউনিয়ন বেড়ির হাটে একটি ইউনিয়ন দলীয় সমাবেশ ছিল,সেই সমাবেশ পুলিশ করতে দেয়নি।আমাদের গণতন্তকে হরণ করছে।
এ বিষয়ে ফরিদপুর এক আসনের সাবেক সংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর সাংবাদিকদের উদ্দেশ্যে মুঠোফোনে বলেন, আমাদের দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও গণতন্ত্র পূর্ণ উদ্ধারের লক্ষ্যে আলফাডাঙ্গাতে একটি শান্তি পূর্ণ কর্মসূচিতে দেওয়া হয়েছিল। পুলিশের বাঁধায় সেই কর্মসূচি আমরা পালন করতে পারিনি।আমি আসলে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পুলিশের সাথে বিশৃঙ্খলা হতে পারে সে জন্য আমার প্রোগ্রাম বাতিল করেছি। আমি সাংবাদিকদের মাধ্যমে সারা দেশে জনগনের মাঝে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।আলফাডাঙ্গা থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন,অভ্যন্তরীণ দলীয় কোন্দল আছে।
বিশৃঙ্খলা ঘটতে পারে,শান্তির জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে,তাদের কোন প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন পুলিশের বাধায় বাতিল করা হয় নাই।।উক্ত সাংবাদিক সম্মেলনেউপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রবিউল হক রিপন ও এস এম খোসবুর রহমান খোকন,সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবদুল মান্নান আব্বাস, সাবেক উপজেলা যুবদল সভাপতি আহমেদ সিকদার,সাবেক উপজেলা যুবদল সভাপতি মনিরুজ্জামান মনির, আহবায়ক উপজেলা স্বেচ্ছাসেবকদল আ: আজিজ,পৌর স্বেচ্ছাসেবক দল সভাপতি আরব আলী,
কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি এস এম আল আমিন,সদস্য সচিব উপজেলা স্বেচ্ছাসেবকদল আমির হোসেন, উপজেলা মহিলা সভানেত্রী খুশি বেগম,সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি বাসারুল বারী, যুবদল নেতা কামরুজ্জামান দাউদ, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম সহ উপজেলা বিএনপি,যুবদল ,ছাত্রদল ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।