বাগেরহাটে বজ্রপাতে ৫ গার্মেন্টস শ্রমিক গুরুতর আহত উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ।

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
96.8kভিজিটর


বাগেরহাটের মোংলায় বজ্রপাতে ৫ জন আহত হয়েছেন। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এরা সবাই গার্মেন্টস শ্রমিক। মোংলা ইপিজেড অভ্যন্তরের পোশাক প্রস্তুতকারক জিনলাইট বাংলাদেশ লিঃ এর এডমিন ষ্টেশন অফিসার হৃদয় মাহমুদ জানান, বুধবার দুপুর দেড়টার দিকে গার্মেন্টস শ্রমিকদের খাওয়ার ছুটি ছিলো। তখন খাওয়া-দাওয়া শেষ করে হাটাহাটি করছিলো শ্রমিকেরা।

এরমধ্যে হঠাৎ বৃষ্টি শুরু হলে তাদের মধ্যে কয়েকজন দৌড়ে গিয়ে একটি গাছের নিচে দাঁড়ায়। তখন হঠাৎ বজ্রপাতের শিকার হন ৫ শ্রমিক। তারা হলেন বাবু, রাব্বি, ওবায়দুল, মিল্টনও আলআমিন। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে সেখান থেকে দ্রুত উদ্ধার করে প্রথমে ইপিজেড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করি।

পরে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের উন্নত চিকিৎসা চলছে। তারা সবাই এখন ভাল আছেন, সকলের সাথে কথাও হয়েছে বলে জানিয়েছেন গার্মেন্টসটির এডমিন ষ্টেশন অফিসার হৃদয় মাহমুদ। বজ্রপাতে আহতদের বাড়ী বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x