সিরাজগঞ্জের চৌহালীতে ইউপি চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন।

সোহেল রানা সিরাজগঞ্জ চৌহালী প্রতিনিধি।
  • আপডেটের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
12.4kভিজিটর

সরকারী বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়মন দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডলের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। বুধবার সকালে সোলবাজার এলাকায় সকল ইউপি সদস্য ও এলাকাবাসির আয়োজনে ঘন্ট্যাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। প্রবীণ ইউপি সদস্য মুঞ্জু সরকার সভাপতিত্ব করেন।

এসময় ইউপি সদস্য রাশেদুল হাসান মোখলেস, আরফান প্রামাণিক, জাকির হোসেন ও সেলিনা খাতুন বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, উমারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল তার নিজ বাড়িতে পরিষদের সকল কর্মকান্ড পরিচালনা করছে। এতে কেউ অসম্মতি প্রকাশ করলে হামলা সহ হত্যার হুমকিও দেয়া হয়।

এছাড়া জোর পূর্বক সদস্যদের রেজুলেশন খাতায় স্বাক্ষর নেয়া হয়েছে। জন্ম নিবন্ধন ও ট্যাস্ক নিবন্ধন ফি সরকারী কোষাগারে জমা না দিয়ে আত্মসাত করেন। এসব অভিযোগে গত ১৪ আগষ্ট ইউএনও বরাবর লিখিত ভাবে অনাস্থা প্রস্তাব দাখিল করেন পরিষদের ১২ সদস্য।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x