পরিচ্ছন্ন হলো সরকারি গৌরনদী কলেজ

গৌরনদী প্রতিনিধি। গৌরনদী:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
6.0kভিজিটর

পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে নিরলস শ্রম দেওয়া স্বেচ্ছাসেবী ভিত্তিক তারুণ্যের প্ল্যাটফর্ম বিডি ক্লিন পরিছন্নতা শুরু হোক আমার থেকে স্লোগানকে সামনে রেখে পরিছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বিডি ক্লিন। বৃহস্পতিবার সকালে বিডি ক্লিন গৌরনদী উপজেলা টিমের সাথে পরিচ্ছন্ন ও সচেতন মূলক কার্যক্রম অংশগ্রহণ করেন সরকারি গৌরনদী কলেজের উদার মনের মানুষ অধ্যক্ষ, মাহবুবুল ইসলাম।

তিনি বলেন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গৌরনদী তথা বাংলাদেশকে পরিচ্ছন্ন রাখতে এ উদ্যোগ অবশ্যই একটি ভালো কাজ। পরিচ্ছন্ন কর্মীদের সাথে সমন্বয় করে এ কাজ করলে গৌরনদী পরিচ্ছন্ন থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সহ- অধ্যাপক জাকিয়া বেগম বলেন এটা খুবই মহৎ উদ্যোগ এবং মহৎ কাজ। এভাবে নিজ নিজ জায়গা থেকে পরিছন্নতা কার্যক্রমে এগিয়ে আসা উচিত।

বিডি ক্লিন পরিবার সরকারি গৌরনদী কলেজ কর্তৃপক্ষ প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে ইভেন্ট কার্যক্রম শেষ করেন।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x