ব্যক্তি মালিকানা জমি ফিরে পেতে মানববন্ধন করেছে বরগুনার পাথরঘাটা উপজেলার কুবদোন এলাকাবাসি। রোববার (২৮ আগস্ট) উপজেলা কালমেঘা ইউনিয়নের কুপদোন গ্রামে ভুক্তভোগি ও এলাকাবাসি এ মানবন্ধন করেন। ভুক্তভোগীদের দাবি নিজ জমি সঠিকভাবে বুঝ পাওয়া এবং খাস জমিতে ভূমিহীনদের জন্য আবাসন তৈরি করা। এতে প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।এ সময় বক্তব্য রাখেন নিজাম উদ্দিন,আলি আকবর,পিয়ারা বেগম সহ জমির মালিকানা দাবীকারি ওয়ারিশগণ ও স্থানীয় এলাকাবাস।
এলাকাবাসির দাবি, ১৯৬৬ সালে কুপদোন কমিউনিটি সেন্টারের নামে স্থানীয় দলিল উদ্দিন ও ছবেদ আলী তালুকদার পৃথক এক একর জমি অর্পননামা প্রদান করেন। সেই থেকে ওই জমিতে কমিউনিটি সেন্টারের কার্যক্রম পরিচালিত হয়। দীর্ঘ ৩০ বছর ধরে ওই কার্যক্রম বন্ধ এবং বিলুপ্ত হওয়ায় দানপত্রের দাতা বলে মুল দাতা ওই জমির মালিক হয়ে সরকারি কর পরিশোধ করেন। সে হিসেবে দলিল উদ্দিন ও ছবেদ আলীর ওয়ারিশরা প্রাপ্য। প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবেনা’ এমন স্বপ্ন নিয়ে ভূমিহীনদের পুনর্বাসনের জন্য আবাসনের কাজ চলমান।
অথচ কমিউনিটি সেন্টারের নামে দেওয়া জমিতে আবাসন তৈরী করা হচ্ছে। এতে করে ভুমি মালিকরা ভুমিহীন হয়ে পড়বে। দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে জমি উদ্ধারসহ খাস জমিতে আবাসন করার দাবি করেন তারা।জমির ওয়ারিশ নিজাম উদ্দিন বলেন, জমি আমার দাদা দান করেছে কমিউনিটি সেলটারে আমরা কোন আবাসন করার জন্য জমি দান করেনি। যদি পুনরায় সেল্টার করা হয় তাতে আমাদের কোন দাবি নেই।
তবে দানকৃত দলিলের চুক্তি বলে যদি আমরা জমি পাই তাহলে আমাদেরকে সঠিকভাবে জমি বুঝিয়ে দিয়ে এবং সরকারি খাস জমিতে উক্ত আবাসন করার দাবি জানান।এ বিষয় পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার বলেন, এই জমি জেলা প্রশাসনের ১নম্বর খাস খতিয়ান ভূক্তজমি। আপনারা চাইলে কাগজপত্র দেখতে পারেন।
মোঃ শফিকুল ইসলাম সোহাগ,পাথরঘাটা প্রতিনিধি