নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের আনোরমারীতে প্যানাসিয়া কোচিং সেন্টারের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে।এক ঝাঁক তরুন ও মেধাবী শিক্ষার্থীদেরকে নিয়ে প্রতিনিয়ত সাফল্যর ডানপ্রান্তে এগিয়ে যাচ্ছে প্যানাসিয়া কোচিং সেন্টার।
প্যানাসিয়া কোচিং সেন্টারের পরিচালক মোঃআরিফুল ইসলাম শাওন বলেনঃপড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলে ধুলা অতি প্রয়োজনীয়।বর্তমান সমাজে ছেলে মেয়েরা মাঠে না যেয়ে ফোন নিয়ে ব্যাস্ত এতে শিক্ষার্থীদের মাঝে একঘেয়েমি বৃদ্ধি পাচ্ছে। তাই আমরা প্রতিমাসে শিক্ষার্থীদেরকে নিয়ে টুর্নামেন্টের আয়োজন করে থাকি।উক্ত টুর্নামেন্টে উপস্থিত ছিলেনঃআরিফুল ইসলাম শাওন(পরিচালক)
মোঃতুহিন মিয়া,মোঃশাকিল মিয়া,শ্রীঃডালিম চন্দ্র রায়,মোঃফেরদৌস আলম,মোঃআলোমঙ্গীর,সাংবাদিক আবু তালেব সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
মোঃআবু তালেব স্টাফ রিপোর্টার