বোয়ালমারীতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
4.4kভিজিটর

ফরিদপুরের বোয়ালমারীতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন মো. রেজাউল করিম এর সভাপতিত্বে সোমবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।মাসিক সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যেমন মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, ধর্ষণ, ইভটিজিং, কিশোর গ্যাং নিয়ে আলোচনা হয়।

এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন, আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তাহের, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার অধ্যক্ষ আব্দুর রশিদ, শাহজাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন,

প্রেসক্লাব সভাপতি অ্যাড. কোরবান আলী, বোয়ালমারী সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হক শেখ, চতুল ইউপি চেয়ারম্যান মুহাম্মাদ রফিকুল ইসলাম, সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, ঘোষপুর ইউপি চেয়ারম্যান মো. ইমরান হোসেন নবাবসহ অন্যান্য ইউপি চেয়ারম্যান ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এস এম রুবেল (ফরিদপুর) প্রতিনিধি:

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x