অছিব উদ্দিন, ক্রীড়া প্রতিবেদক- সীমিত ওভারের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলে উল্লেখযোগ্য পারফরমারদের একজন আফিফ হোসেন। তার পুরস্কার হিসেবে নতুন দায়িত্ব পেলেন তিনি। এশিয়া কাপের দলে তাকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে আফিফকে দায়িত্ব দেওয়ার কথা শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিসিবি।
সম্প্রতি সাকিবকে টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তখন ঘোষণা করা হয়নি সহ-অধিনায়ক।
বাংলাদেশের টি-টোয়েন্টি দলে অনেক দিন ধরেই নিয়মিত আফিফ। গত বছর থেকে নিয়মিত খেলছেন ওয়ানডে দলেও।
২২ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটসম্যান এখন পর্যন্ত ৪৭ টি-টোয়েন্টিতে ১১৮.১০ স্ট্রাইক রেটে রান করেছেন ৬৯৮। অফ স্পিনে ১৬ ইনিংসে হাত ঘুরিয়ে উইকেট নিয়েছেন ৮টি।
আগামী মঙ্গলবার নিজেদের ১ম ম্যাচ আফগানদের বিপক্ষে মাঠে নামবেন লাল সবুজরা।