নওগাঁ জেলাধীন নিয়ামতপুর উপজেলার ২ নং চন্দননগর ইউনিয়নের ৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থানীয় উদ্যোগে শহীদ মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ আগস্ট সকল ১১ টায় চন্দননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদ আহম্মেদ ( উপজেলা চেয়ারম্যান নিয়ামতপুর)
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো বদিউজ্জামান ( ইউপি চেয়ারম্যান চন্দননগর ইউনিয়ন পরিষদ)
মোকছেদ আলী ( সভাপতি চন্দননগর ইউনিয়ন আওয়ামীলীগ)
বাবু নিশিরাজ বর্মন ( সাধারণ সম্পাদক চন্দননগর ইউনিয়ন আওয়ামীলীগ)
এই সময় চন্দননগর ইউনিয়নের ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের উদ্বোধন করা হয় চন্দননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। ৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলো হলো, চন্দননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলাশৈইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়পুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্তইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরশৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন চন্দননগর কলেজের অধ্যক্ষ মো আবুল কালাম আজাদ সহ ৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতিগণ।
পরিশেষে শহিদ মিনার এর কাজের উদ্বোধন উপলক্ষে মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এই সময় বক্তারা বলেন, বিগত দিনে জাতীয় দিবস গুলোতে আমরা শহীদ মিনারে পুষ্প অর্পন করতে পারিনি। ইনশাআল্লাহ এখন থেকে আমরা শহীদ মিনারে পুষ্প অর্পন করতে পারবো।