“গয়েশপুর হাইস্কুল ও স্কাউট এর পক্ষথেকে নওগাঁর নবাগত পুলিশ সুপারকে ফুলের সংবর্ধনা”

মো নাহিদ হাসান নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

নওগাঁর নবাগত পুলিশ সুপার মুহাম্মদ রাশেদুর হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন গয়েশপুর হাইস্কুলের স্কাউটের ছাত্র – ছাত্রী সহ উক্ত স্কুলের প্রধান শিক্ষক মো ফয়জুল ইসলাম, সহকারী শিক্ষক মহন্ত ও শ্রী সুকুমার শাহা এবং নওগাঁ জেলার ২০১৮ সালের রোভার স্কাউট সম্মেলনের প্রথম স্থান অধিকারী কামরুজ্জামান।

আজ ২৬ এ আগস্ট দুপুর ১ টায় জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে এই সংবর্ধনা জানানো হয়।

গত ২৫ আগস্ট বৃহস্পতিবার নওগাঁর ২৩ তম পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মুহাম্মদ রাশিদুল হক। তিনি ২৫ তম বিসিএস এর মাধ্যমে সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পুলিশের মাতৃভূমি সারদায় ১ বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে রাজশাহী জেলায় এএসপি প্রবেশনার হিসেবে ৬ মাসের বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ডিআইজি, খুলনা রেঞ্জ মহোদয়ের স্টাফ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এরপর তিনি সিনিয়র এএসপি ঈশ্বরদী সার্কেল হিসেবে যোগদান করে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, আইভোরিকোস্ট এবং মালিতে কাজ করে তার কাজের স্বীকৃতিস্বরূপ ২ বার ‘জাতিসংঘ পদক’ লাভ করেন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে ফিরে তিনি কয়েক মাস হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওন এ সড়ক অবরোধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন । এরপর তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নওগাঁ জেলা পুলিশে যোগদান করে পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন। পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে তিনি বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা সিটিএসবি তে অত্যন্ত বিশ্বস্ততার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ।

এই বিষয় এ কামরুজ্জামান বলেন, গয়েশপুর হাইস্কুল টি মুক্তিযুদ্ধের আগে ১৯৬৮ সালে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার মথুরাপুর ইউনিয়নে অবস্থিত হয়। নবাগত পুলিশ সুপার স্যার কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্যই আজ আমরা উপস্থিত হয়েছি।

তিনি আরো বলেন, স্কাউটস এর একটি নীতি আছে তা হচ্ছে আমরা পৃথিবীতে যে অবস্থায় এসেছি তার থেকে ভালো ভাবে পৃথিবীকে সাজিয়ে বিদায় নিবো। তেমনি ভাবে নবাগত পুলিশ সুপার স্যারের কাছে বিশেষ অনুরোধ করতেছি স্যার অবশ্যই আমাদের জেলাকে আরো সুন্দর এবং মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত একটি সুন্দর জেলা হিসেবে রুপান্তরিত করবেন আশা করি।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x