শিরোনাম:
ভূল্লীতে সাংবাদিকের বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভিযোগ। ঝালকাঠিতে শত পাউন্ডের কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন। প্রতিদিনের কাগজের মাল্টিমিডিয়া বিভাগ উদ্বোধন। বিনামুল্যে ছাগল-বেড়ার টিকা প্রদান ক্যাম্পেইন। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার বাংলাদেশ এগিয়ে যাবে : আশিকুর রহমান খান সবুজ দুই প্রান্তেই পাকা পিচঢালা রাস্তা মাঝ খানে এক কিলোমিটার পাকা নেই। ঝালকাঠিতে অবৈধভাবে সুগন্ধা নদীতে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে কারাদণ্ড। গংগাচড়ায় ঘাঘট নদীর ভাঙ্গনে দিশাহারা গ্রামবাসী। ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত। ঈদে মিলাদুননবী (স.) ও শেখ হাসিনা জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

লালমনিরহাট তিস্তা রেল সেতু সংলগ্ন চলছে অবৈধ সিসা তৈরির কারখানা’।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
লালমনিরহাট তিস্তা রেল সেতু সংলগ্ন চলছে অবৈধ সিসা তৈরির
38.4kভিজিটর

লালমনিরহাট জেলার সদর উপজেলার ৮ নং গোকুন্ডা ইউনিয়নের তিস্তা রেলওয়ে ব্রিজের পাথর বাড়ির শেষ মাথায়।
স্থানীয় এক ইউপি সদস্যের ছত্রছায়ায় চলছে পুরাতন ব্যাটারী আগুনে অবৈধ সিসা তৈরির কারখানা।

সরজমিনে গিয়ে দেখা যায় পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সিসা তৈরির কারখানাটির মালিক গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা নোসরার পাড়া গ্রামের মোঃ হজরত আলী।

এই পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সিসা তৈরির কারখানার দুষিত ধোঁয়ায় আশেপাশের গ্রামের লোকজনের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান প্রতিদিন রাত ০৯:০০থেকে ভোর ০৪.০০ ঘটিকা পর্যন্ত সময় এই কারখানায় যখন ব্যাটারীর প্লেট আগুনে জ্বালিয়ে সিসা তৈরি করে, তখন কারখানার দুষিত ধোঁয়ায় আশেপাশের দুই তিন কিলোমিটার এলাকাজুড়ে বাসা বাড়িতে থাকা কষ্ট হয়ে যায়।
চোখ মুখ জ্বালা করে।

এই কারখানার এসিডের ধোঁয়া ও পানির কারণে আশেপাশের কোনো এলাকার ঘাস কেটে গবাদিপশু মৃত্যুর ভয়ে খাওয়াতে পারছেনা বলে স্থানিয়রা জানায়।

কিন্তু এই কারখানার মূল মালিক হজরত আলী স্থানীয় কিছু প্রভাবশালী লোকজনকে টাকা নিয়ে ম্যনেজ করে।

তাদেরকে কারখানার ভূয়া মালিক সাজিয়ে কারখানা চালানোতে ভয়ে কেউ মুখ খুলে কিছু বলার সাহস পাচ্ছেনা।

তাই এলাকাবাসী এই পরিবেশের
ক্ষতিকারক পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সিসা তৈরির কারখানাটি অতি দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুড়িয়ে দেওয়ার জন্য লালমনিরহাট জেলা প্রশাসন, পুলিশ সুপার মহোদয়, সদর উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সুদৃষ্টি কামনা করছেন।।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x