26.4kভিজিটর
বুধবার দুপুরে সাপাহার উপজেলা সদর, আইহাই ইউনিয়ন ও পাতাড়ী ইউনিয়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।
এসময় মেসার্স দেলোয়ার ট্রেডার্স কে নিবন্ধন গ্রহণ ব্যতীত বিভিন্ন প্রকার সার ও কীটনাশক আমদানি, সংরক্ষণ, ও বিক্রয়ের দায়ে ২০ হাজার টাকা এবং মেসার্স ওশান ট্রেডার্স কে বিধি বহির্ভূতভাবে সার মজুদ করে রাখা এবং নির্ধারিত ইউনিয়নে সরাসরি কৃষকের নিকট বিক্রয় না করে খুচরা ব্যবসায়ীদের নিকট সার বিক্রয়ের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।