চালককে কুপিয়ে কাভার্ড ভ্যানে ডাকাতি চারজন গ্রেপ্তার।

রনি আহম্মেদ স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
কাভার্ড ভ্যানে ডাকাতি চারজন গ্রেপ্তার
12.6kভিজিটর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গার্মেন্টসের কাপড় বোঝাই একটি কাভার্ড ভ্যানের চালককে কুপিয়ে গাড়িসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল উপজেলার ভুলতা এলাকা থেকে লুট করে নিয়ে গেছে ডাকাতদল।শনিবার রাতের এ ঘটনায় পর রোববার (২১ আগস্ট) দিনভর অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দেশিয় অস্ত্রসহ ডাকাত সর্দার কাউসার ও তার তিন সহযোগীকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

অভিযানের সময় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান করে লুণ্ঠিত মালামাল উদ্ধার করে পুলিশ।পুলিশ জানায়, গত শনিবার চট্টগ্রাম বন্দর থেকে চালক হাফিজুর কাভার্ডভ্যানে গার্মেন্টসের ২০ লাখ টাকার বিভিন্ন মালামাল নিয়ে আশুলিয়ার রেজা গার্মেন্টসে রওয়ানা দেয়। গাড়িটি ভুলতার বাইপাস সড়কে আসার পর ডাকাতরা সিএনজি ও মোটরসাইকেল দিয়ে ব্যারিকেট দেয়। পরে চালককে কুপিয়ে সড়কের পাশে ফেলে গাড়িসহ মালামাল নিয়ে পালিয়ে যায়।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মো. আবির হোসেন বলেন, পুলিশ অভিযানে ডাকাতির কাজে ব্যবহারিত মোটরসাইকেল জব্দসহ ডাকাত সর্দার কাউসার তার সহযোগী আমিনুল, সাইফুল ও রুবেলকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x