হাটহাজারী পৌরসভায় অবৈধভাবে কাঠ কাটা ও পরিবহনের অপরাধে মোঃ আলমগীর নামে এক ব্যক্তিকে বন আইন ১৯২৭ এর ২৬(১ক) ধারায় দোষী সাব্যস্থ করে ২০ হাজার টাকা জরিমানা করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।সোমবার (২২ আগস্ট) সকালে এ অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহিদুল আলম বলেন, আজ ২২ আগষ্ট অবৈধভাবে কাঠ কাটা ও পরিবহনের অপরাধে মোঃ আলমগীর নামে এক ব্যক্তিকে বন আইন ১৯২৭ এর ২৬(১ক) ধারায় দোষী সাব্যস্থ করে অর্থদন্ড প্রদানপূর্বক ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।জব্দকৃত কাঠ বনবিভাগে হস্তান্তর করা হয়েছে