নিয়ামতপুরে গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
11.6kভিজিটর

নিয়ামতপুরে গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মো: নাহিদ হাসান, নওগাঁঃ ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে নওগাঁর নিয়ামতপুরে বিক্ষোভ মিছিল ও উপজেলা পরিষদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনেরর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।


গতকাল রোববার সকাল সাড়ে ১০ টায় নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

এ সময় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহ-সভাপতি ইশ্বর চন্দ্র বর্মন , উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, সদস্য আবেদ হোসেন মিলন, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল সরকার পিন্টু, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল্লাহ আল বাকিসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


২১ আগস্ট হামলায় জড়িতদের দ্রুত রায় প্রদান করে ফাঁসি দেওয়ার দাবি জানান বক্তারা।

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x