রংপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় অটোরিক্সা চালক রোস্তম আলীর (৭৫) মৃত্যু হয়েছে। ১৮ আগষ্ট রোজ বৃহস্পতিবার ভোর রাতে পীরগাছা উপজেলার চৌধুরানী পেট্রোল পাম্প এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
সড়ক দূর্ঘটনায় অটোরিক্সার ৪জন যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে তবে অটো চালক মারা গেছেন।নিহত রোস্তম আলী মাহিগঞ্জ ডিমলা এলাকার মৃত আইজল আকন্দের ছেলে।
পীরগাছা থানা পুলিশ জানায়, রংপুর থেকে গাইবান্ধাগামী লাশবাহী অ্যাম্বুলেন্স চৌধুরানী পাম্পের সামনে অটোরিক্সাকে সজোরে ধাক্কায় দিলে অটোরিক্সা থেকে ছিটকে পড়ে চালক রোস্তম আলী ঘটনাস্থলেই মারা যান।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহত অটোরিক্সার যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পীরগাছা থানার ওসি (তদন্ত) আব্দুস শুকুর মিয়া বলেন,এ ঘটনায় নিহত রোস্তম আলীর ভায়রা থানায় একটি মামলা দায়ের করেছেন।নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতারে অভিযান চলছে।