বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনায় র্যালি, হাতপাখা ও মোমবাতি বিতরন করেছে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সাজ্জাতুল ইসলাম খান নাদিম।
শুক্রবার (১৯ আগষ্ট) সকালে র্যালিটি পাবনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাস টার্মিনালে এসে শেষ হয়। র্যালি শেষে নিম্নবিত্ত মানুষের মাঝে হাতপাখা ও মোমবাতি বিতরণ করা হয়।
সারাদেশে ভয়াবহ লোডশেডিং এর প্রতিবাদে মোমবাতি ও হাতপাখা বিতরণ কর্মসূচি পালন করে পাবনা জেলা স্বেচ্ছাসেবক দল।
বিতরণ কর্মসুচি শেষে পথসভায় জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সাজ্জাতুল ইসলাম খান নাদিম বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে ভয়াবহ লোডশেডিং এর প্রতিবাদে হাতপাখা ও মোমবাতি বিতরণ করা হয়েছে। বর্তমান সরকারের সীমাহীন দুর্নীতি ও দেশের টাকা বাইরে প্রাচার করেছে সেই ভর্তুকি সাধারণ জনগণের উপর চাপিয়ে দিয়েছে। দ্রব্যমূল্যের দাম ক্রমাগত বেড়েছে কিন্তু মানুষের জীবনযাত্রার মান বাড়েনি। সরকারের লজ্জা থাকা উচিৎ তিনি দেশে শতভাগ বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা দিয়ে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা জনগণকে বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত করছে। সাধারণ জনগণ যদি ফুঁসে না উঠে এই দেশ আবারো তলাবিহীন ঝুড়িতে রুপান্তরিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের মোঃ সাইদুর ইসলাম,যুগ্ম-আহ্বায়ক মোমিন মোল্লা,পাবনা পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ লিটন শেখ,যুগ্ম-আহ্বায়ক আমিরুল ইসলাম রনি ও মালঞ্চি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রনি হাসান।
অন্যান্যাদের মাঝে আরো উপস্থিত ছিলেন জিল্লুর রহমান রুমন,আতিকুর রহমান মিঠু,মোঃ সোহানুর রহমান শোভন বিশ্বাস,মোঃ রানা, আসিফ, রনি বিশ্বাস ও তারেক শেখ প্রমুখ।