নওগাঁ জেলাসহ বিভিন্ন উপজেলায় আজ ১৯ আগষ্ট শুক্রবার সকাল মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাবের পূনতিথি৫২৪৮ তম জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে নওগাঁ শোভাযাত্রা অনুষ্ঠিত। সহরের কালীতলা শ্রীশ্রী বুড়া-কালীমাতা মন্দির থেকে একটি বর্ণ্যঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ পূনরায় সেখানে গিয়ে শেষ হয়। নওগাঁ সদর উপজেলার বলিহার রাজবাড়ী সার্ব্বজনীন গোবিন্দ মন্দিরে মহা ধূম-ধামে শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বর্ণ্যঢ্য শোভাযাত্রা অনুষ্ঠান ও পথরালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার পূনরায় সেখানে গিয়ে শেষ হয়।
ঢাকা থেকে ভিডিও কনফারেন্স শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ পুঁজা উদযাপন কমিটির উপদেষ্টা ও খাদ্য মুন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। জেলার পুজা কমিটিসহ সভাপতি রঞ্জীত কুমার সরকার সাধারণ সম্পাদক বিভাস মজুমদার গোপাল, শ্রীশ্রী বুড়ামাতা কালীতলা মন্দির কমিটি সভাপতি নিরোধ বরন সাহা চন্দনসহ শোভাযাত্রায় বিভিন্ন ভক্তবৃন্দ অংশনেন।
নওগাঁর জেলার সাপাহার উপজেলার
মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে নওগাঁর সাপাহারে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা। যেন দীর্ঘ অপেক্ষার পর হিন্দু ধর্মাবলম্বীদের এক মিলন মেলা!
শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাপাহার শাখার আয়োজনে শোভাযাত্রার সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মন্মথ সাহা। এসময় বাজারে মুল পয়েন্টে অবস্থিত কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গন থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে।
এসময় উক্ত শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) বিনয় কুমার।
উক্ত শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমান, কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি অধির চৌধুরী,সুরেন্দ্র নাথ সাহা,পরিমল রায়,গোপাল মন্ডল,পুরোহিত রনজিৎ চক্রবর্তী সহ উপজেলার সকল গ্রামের হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ, শিশু-কিশোর, সহ ভক্তবৃন্দরা।
উল্লেখ্য যে, হিন্দু সম্প্রদায়ের মত অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে “দুষ্টের দমন, শিষ্টের পালন” এবং ধর্ম রক্ষার লক্ষ্যে মহাবতার ভগবান রূপে জন্মগ্রহন করেন শ্রীকৃষ্ণ। মানুষের সাথে মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের ভাবধারা ও আদর্শ।